বর্তমানে ধারাবাহিকে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এছাড়া তাঁর অভিনয়ের জাদুতে মুগ্ধ সকলেই। পাশাপাশি তিনি দক্ষতার সাথে বর্তমানে কৃষ্ণকলি ধারাবাহিকে অভিনয় করে চলেছেন। এতদিন ‘কৃষ্ণকলি’র শ্যামাকে দেখা গিয়েছে ঘরোয়া এক কালো মেয়ে হিসেবে। কিন্তু হঠাৎ ভোল বদলে এক অত্যন্ত সপ্রতিভ চরিত্রে তিনি প্রকাশ্যে এসেছেন। তাঁর এই নতুন লুক চমকে দিয়েছে সিনেপ্রেমীদের। সম্প্রতি কৃষ্ণকলির আগামী এপিসোডের প্রোমোতে দেখা গিয়েছে, এক নতুন লুকে এবং বাইক চালাতে দেখা গেল তাকে। স্বাভাবিক ভাবে এই নতুন লুক চমকে দিয়েছে দর্শকদের তা বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে অভিনেত্রী জানান অনেক দিনের ইচ্ছে ছিল বুলেট চালাব। ইচ্ছেপূরণ হল।”
https://www.youtube.com/watch?v=4GQy3VXxxHE