Samsung এবার জানিয়ে দিল কবে লঞ্চ হবে Galaxy M31


শনিবার,১৫/০২/২০২০
4745

Samsung এবার জানিয়ে দিল কবে লঞ্চ হবে Galaxy M31। সম্প্রতি Samsung একটি টিজারে প্রকাশ করেছে যে 25 ফেব্রুয়ারি লঞ্চ হবে Samsung Galaxy M31। দক্ষিণ কোরিয়ার কোম্পানি Samsung তার ওয়েবসাইটে ইতিমধ্যেই এই ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন প্রকাশ করেছে । Galaxy M31 -এ থাকবে Full HD+ Super AMOLED ডিসপ্লে।

আর এই ফোনের পিছনে আয়তাকারে থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Samsung Galaxy M31স্মাটফোনে থাকবে 6,000 mAh ব্যাটারি। Redmi Note 8 Pro, Realme 5 Pro কে সরাসরি চ্যালেঞ্জ জানাতে ভারতে নতুন এই ফোন আনছে Samsung।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট