ভারতে লঞ্চ হল Redmi 8A Dua, দেখে নিন স্পেসিফিকেশন


শনিবার,১৫/০২/২০২০
4340

ভারতে লঞ্চ হল Redmi 8A Dua, দেখে নিন স্পেসিফিকেশন। Xiaomi আজ ভারতে Redmi PowerBank-এর সাথে তার বাজেট কেন্দ্রিক স্মার্টফোন Redmi 8A Dual চালু করার ঘোষণা দিয়েছে। আর জানাগিয়েছে ভারতের বাজারে Realme C3 কে টেক্কা দিতে এই ফোন নিয়ে এসেছে Xiaomi। Redmi 8A Dual স্পেসিফিকেশনে রয়েছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। আর ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা । ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট প্রসেসর।Redmi 8A Dual-এর পিছনে দুটি ক্যামেরা থাকছে।

এই ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সাথে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। Redmi 8A Dual -এ থাকছে 5,000 mAh ব্যাটারি সাথে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। আর Redmi 8A Dual স্মাটফোনের 2GB RAM + 32GB স্টোরেজের দাম 6,499 টাকা এবং 3GB RAM + 32GB স্টোরেজের দাম 6,999 টাকা। মিডনাইট গ্রে, সি ব্লু ও স্কাই হোয়াইট রঙে পাওয়া যাবে এই ফোন। এমনকি 18 ফেব্রুয়ারি থেকে Amazon.in ও Mi.com থেকে এই ফোন বিক্রি শুরু হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট