এবার বড় পর্দায় এবার অনন্যা। চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে প্রথম বলিউডে পা রেখেছিলেন করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২-র হাত ধরে। আর এবার ঈশান খট্টরের সঙ্গে আগামী ছবি Khaali Peeli-র শ্যুটিং এ ব্যাস্ত অনন্যা। আরও জানা গেল যে তেলুগু অভিনেতা অর্জুন রেড্ডি ছবি খ্যাত বিজয় দেবেরাকোন্ডার প্রথম হিন্দি ছবিতে নাকি তাঁর বিপরীতে দেখা যাবে অনন্যাকে। আর এই ছবির শ্যুটিং জানুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে। আর এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পুরী জগন্নাধ। সূত্রের খবর অনন্যা ও বিজয়ের শ্যুটিং পর্ব শুরু হবে মার্চের মাঝামাঝি সময় অথবা এপ্রিলের প্রথম থেকে।
এবার বড় পর্দায় চাঙ্কি পান্ডের মেয়ে এবার অনন্যা
শনিবার,১৫/০২/২০২০
952