এভার ফাঁস হল Oppo Reno 3 Pro স্মাটফোনের লঞ্চের তারিখ


শনিবার,১৫/০২/২০২০
3758

এভার ফাঁস হল Oppo Reno 3 Pro স্মাটফোনের লঞ্চের তারিখ। Oppo Reno 3 Pro ভারতে লঞ্চ হবে ২ মার্চ। সংস্থাটি বলিউড অভিনেতা রণবীর কাপুর অভিনীত একটি অফিসিয়াল টিজারও পোস্ট করেছে। আর Oppo-এর Reno 3 Pro স্মার্টফোনটি ভারতে চালু হওয়ার পরে অ্যামাজন এবং ফ্লিপকার্টে পাওয়া যাবে। এমনকি টিজারে জানাগিয়েছে যে ভারতে Oppo Reno 3 Pro ফোনে 44-মেগাপিক্সেলের ডুয়াল-পাঞ্চ ক্যামেরা রয়েছে।

আর এই ফোনের স্পেসিফিকেশন চিনে রয়েছে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.5-ইঞ্চি AMOLED ফুল এইচডি + ডিসপ্লে। ফোনটি 2.4GHz অক্টা কোর প্রসেসর দ্বারা চালিত যা অ্যাড্রেনো 620 জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 জি চিপসেট। Oppo Reno 3 Pro স্মাটফোনের পেছনের ক্যামেরা 48 এমপি + 13 এমপি + 8 এমপি + 2 এমপি। স্মার্টফোনটি 30W ভিওওসি 4.0 দ্রুত চার্জ সহ 4025 এমএএইচ টিপিক্যাল ব্যাটারি ব্যাটারি রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট