ভালবাসার দিনে দুই মেয়ের সঙ্গে সুস্মিতা এবং বন্ধু রোহমানের সঙ্গেও শেয়ার করলেন ঘনিষ্ঠ ছবি। বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন আজ অর্থাৎ ভালবাসার দিনে বন্ধু রোহমান শলের সঙ্গে এবং পাশাপাশি দুই মেয়ে রেনে এবং আলিশাকে নিয়েও নতুন ছবি শেয়ার করলেন সোশ্যালে। সুস্মিতা তার ইনস্টাগ্রাম সাইটে এই দুই মেয়ের ছবি পোস্ট কোরে এটা প্রমান করলে যে জন্ম না দিলেও তিনি যে রেনে এবং আলিশার মা।এবারও তার অন্যথা হয়নি। ভলাবাসার দিন উপলক্ষে রোহমানের পাশাপাশি মা-মেয়ের সুন্দর ছবি পোস্ট করেছেন সুস্মিতা। তবে সুস্মিতা ইনস্টাগ্রাম সাইটে এটা প্রকাশ করেনি যে রোহমান শলকে কবে বিয়ে করছেন তিনি।
ভালবাসার দিনে দুই মেয়ের সঙ্গে সুস্মিতা এবং বন্ধু রোহমানের সঙ্গেও শেয়ার করলেন ঘনিষ্ঠ ছবি
শনিবার,১৫/০২/২০২০
725