পুলকার নিয়ে এবার কঠোর হওয়ার বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি


শনিবার,১৫/০২/২০২০
750

তিনি বলেন, আমি সব স্কুল গুলিকে বলবো পুলকার গুলির অবস্থা যেন মাঝেমধ্যে দেখাহয়। সরকারি, বেসরকারি সব ধরনের স্কুল পুলকার গুলির অবস্থা দেখবে। পুলকারের চালকের লায়সেন্স থেকে টায়ারের অবস্থা সবকিছুই স্কুল গুলিকে দেখতে হবে। প্রসঙ্গত, শুক্রবার হুগলীতে পুলকার দূর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন পড়ুয়া। তারা প্রত্যেকেই আবার শিশু। পুলকার দূর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী নিজে উদ্বেগ প্রকাশ করেছেন। আহত শিশুদের চিকিৎসার সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরেই শনিবার পুলকার নিয়ে বিধানসভায় কঠোর বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি বলেন সব ধরনের স্কুল গুলিকে পুলকারের বিরুদ্ধে ময়দানে নামতে হবে। এব্যাপারে খুব শ্রীঘ্রই রাজ্য শিক্ষা দফতর একটি গাইউলাইন তৈরি করবে রাজ্য। যা সব ধরনের স্কুল গুলি মানতে বাধ্যহবে বলে জানান পার্থ চ্যাটার্জি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট