কবিতা || ফাগুন || – সাবরিনা খান


শনিবার,১৫/০২/২০২০
4205

ফাগুন
সাবরিনা খান

ফাগুন এসেছে জানান দিতে
বসন্তের আগমন।
প্রকৃতি সাজে নতুন সাজে
ঝরা পাতার হবে গমন।
ফাগুন হলো আগুন মাস,
গাছের ডালে ধরে।
শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া,
পড়ে ঝরে ঝরে।
আগুন ঝরে ভাইয়ের কথায়!
ভাষা যাদের প্রাণ!
আমরা তাদের ভুলবনা,
রবে চিরদিন অম্লান।
ফাগুন হলো আগুন মাস,
প্রেমের জোয়ার বয়
কপোত যুগল হারিয়ে ফেরে,
ভালোবাসার ছোঁয়ায়
আহা ফাগুন! এস তুমি,
বারেবার ফিরে।
নবীন- প্রবীণ সবার থাকে,
স্বপ্ন তোমায় ঘিরে।
ফাগুন তুমি নিয়ে এস,
নব জীবনের ডাক।
তোমার ছোঁয়ায় বদলে যায়,
সংস্কারের বাঁক।
ফাগুন মাস আগুন হলেও,
নতুন হয়ে আসে।
অপেক্ষা করে প্রকৃতি প্রেমি,
ভালো যারা বাসে।
চারিদিকে ভরে ওঠে,
সাজ সাজ রব।
তাইতো তোমার আগমনে,
জাগে বসন্ত উৎসব।
ঝরা পাতা ঝরিয়ে দেয়,
গ্লানি-দুঃখ যত সব।
জেগে ওঠে বাঁচার আশা,
নব সপ্নের আবির্ভাব।।

সাবরিনা খান
(বাংলাদেশ)

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট