হাজারো দ্বন্দ্ব সংঘাতের এই পৃথিবী টিকে আছে ভালোবাসার টানে। ফাগুন হাওয়ায় ভেসে যাবে ভালোবাসার নৌকা।


শুক্রবার,১৪/০২/২০২০
2333

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

একটি কথা প্রচলিত আছে বহুজনে দ্য মর্নিং শোজ দ্য ডে’! তাই সকাল থেকেই শুরু করুন তাকে ‘স্পেশ্য়াল ফিল’ করানোর চেষ্টা। অনেকে চায়  দামি ফুলের বোকেতে ।  আবার কেউবা নিজের পছন্দের কবিতা শোনাতে ভালোবাসে। কবিতার সুরে বলা চলে গোপন কথাটি রবে না গোপনে। আজ মনের জানালা দিয়ে প্রবেশ করুক বসন্তের বাতাস, মুখরিত হবে অজস্র হৃদয়। স্বপ্নের কোলাহলে ছবি আঁকবে অজস্র মন। ভাবনার অনাবিল আনন্দে ভেসে যাবে অনেকেই।হাজারো দ্বন্দ্ব সংঘাতের এই পৃথিবী টিকে আছে ভালোবাসার টানে। ফাগুন হাওয়ায় ভেসে যাবে ভালোবাসার নৌকা। আদি অনন্তকাল ধরে ভালোবাসার বিজয় রথ অব্যাহত। পৃথিবী ভালবাসার জোরে টিকে আছে অজস্র জীবন। আজ সেই প্রেমের দিন। আজ প্রেমিক যুগলদের পদচারণায় মুখর হবে পার্ক আর বিনোদন কেন্দ্রগুলো। বই বা কার্ডের ফাঁকে ভালোবাসায় সিক্ত গোলাপকলি গুঁজে দিয়ে তারা একে অপরকে জানাবে ভালোবাসা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট