প্রেম-ভালোবাসায় মাতোয়ারা হওয়ার দিন। ফাগুনের মাতাল হাওয়ায় আজ ভেসে যাবে প্রেমপিয়াসী তরুণ-তরুণী, ভালোবাসার রঙে রঙিন হবে হৃদয়।


শুক্রবার,১৪/০২/২০২০
1450

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

ভালোবাসার দিনে আপনি যদি আপনার সঙ্গীকে একগুচ্ছ লাল গোলাপ উপহার দেন, তাহলে আপনার প্রতি তাঁর ভালবাসা আরও বেড়ে যাবে। আবার লাল গোলাপ যেহেতু ভালোবাসার প্রতীক, তাই আপনি এই লাল গোলাপের মাধ্যমে কাউকে প্রথমবারের জন্য প্রপোজও করতে পারবেন।আজ ভালোবাসার দিন। সকাল হতেই রঙ্গীন গোলাপের মোড়কে উপহার দিতে ব্যাস্ত প্রেমিক প্রেমিকা উভয়েই। শহরের বিভিন্ন ফুলের দোকান গুলিতে সকাল থেকেই লম্বা লাইন। অনেকের চোখের আড়ালে সুগন্ধী তরতাজা গোলাপ নিজের প্রিয়জনের জন্য কিনতে ভীড় জমিয়েছেন অনেকেই। বছরের প্রতিটি দিন ব্যাস্ট রুটিন ফেলে আজ সারাদিন একান্তে কাটাতে চায় অনেকেই। ভালোবাসের নামে রাখা আজকের এই দিনটি খুব স্পেশাল অনেকের কাছেই।বছর ঘুরে ১৪ ফেব্রুয়ারি দিনটি আমাদের ভালোবাসায় রাঙিয়ে গেলেও, ভালোবাসা কিন্তু প্রতিদিনের। জীবনের গতি নির্ধারণ করে ভালোবাসা। মানুষ বেঁচে থাকে ভালোবাসায়। বেশ কয়েকবছরে এই দিনটি যেন উৎসবে পরিনত হয়েছে  আজ বিশ্ব ভালোবাসা দিবস `সেন্ট ভ্যালেন্টাইনস ডে`।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট