একটা গোলাপ ফুল, চকোলেট, ক্যান্ডি, ছোট্ট চিরকুট আর তাতে দু`ছত্র গদ্য অথবা পদ্য হয়ে উঠতে পারে জীবন্ত


শুক্রবার,১৪/০২/২০২০
2321

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আজ সারাদিন নিজের প্রিয়জনের সাথে সময় কাটাতে ব্যাস্ত অনেকেই। কারন আজ বিশ্ব ভালোবাসা দিবস।ভোরের আলো ফুটতেই সদ্য বসন্তের ছোঁয়া লাগা মনে তরতাজা গোলাপের পদধ্বনি এনে দিতে পারে এক অনাবিল আনন্দ। সারা বছর ধরে একটু একটু করে জমিয়ে রাখা পয়সা দিয়ে উপহার কিনে সাথে নীল খামে মোড়া পদ্যের ছন্দ আজ হয়ে উঠতে পারে জীবন্ত। সকালে গোলাপের সৌরভ মাখানো মন ছুটে গিয়েছে দিগ দিগন্তের পাড়ে। খুশির ঝড়ে তছনছ সদ্য প্রেমে পা দেওয়া তরুন হৃদয়। আজকের দিনে নিজের প্রিয়জনকে কি উপহার দেবেন তা নিয়ে অনেকেই ভাবনা চিন্তা করেন। তবে ভালোবাসার দিনে অন্যতম একটি উপহার হল চকোলেট। শুভ কাজের শুরুতে যেমন মিষ্টি মুখ করতে হয়, তেমনি ভালোবাসার শুরুটাও যদি চকোলেট দিয়ে শুরু হয় তাহলে ভালোবাসার সম্পর্ক আর মিষ্টি মধুর হয়ে উঠবে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট