আজ ভ্যালেন্টাইন ডে


শুক্রবার,১৪/০২/২০২০
900

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

সারাবছর ধরে ফেব্রুয়ারি মাসের এই কয়েকটা দিনের জন্য অপেক্ষায় থাকেন প্রেমিক প্রেমিকারা। আজ ভালোবাসার দিন। সকাল হতেই রঙ্গীন গোলাপের মোড়কে উপহার দিতে ব্যাস্ত প্রেমিক প্রেমিকা উভয়েই। শহরের বিভিন্ন ফুলের দোকান গুলিতে সকাল থেকেই লম্বা লাইন। অনেকের চোখের আড়ালে সুগন্ধী তরতাজা গোলাপ নিজের প্রিয়জনের জন্য কিনতে ভীড় জমিয়েছেন অনেকেই। বছরের প্রতিটি দিন ব্যাস্ট রুটিন ফেলে আজ সারাদিন একান্তে কাটাতে চায় অনেকেই। ভালোবাসের নামে রাখা আজকের এই দিনটি খুব স্পেশাল অনেকের কাছেই। বেশ কয়েকবছরে এই দিনটি যেন উৎসবে পরিনত হয়েছে  আজ বিশ্ব ভালোবাসা দিবস `সেন্ট ভ্যালেন্টাইনস ডে`। তবে তরুণ-তরুণী শুধু নয়, নানা বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন আজ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট