।। কবিতা ।। সুখের তরে – অঞ্জলী দেবনাথ


বৃহস্পতিবার,১৩/০২/২০২০
1462

।। কবিতা ।।

সুখের তরে
অঞ্জলী দেবনাথ

রেখে দিও একটু সুখ আমার তরে
কৃপন হয়ো না বিধাতা,
ঝুলিতে কি আছে শুধুই বঞ্চনা
আমার তরে?
সকলের মতো আমিও তো এসেছি
সুখ কুড়োতে তোমার দূয়ারে,
তবে কেন দাওনি সুখ আমার অন্তরে?
কেন দিলে এমন জীবন আমার
যা বয়ে বেড়ানো ভার,
আবার যদি আসি কভু ফিরে
এই ধরনীর বুকে
ভাল বাসায় ভরিয়ে দিও
রেখো খুব সুখে||

অঞ্জলী দেবনাথ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট