নীল ছবির জগতকে বিদায় জানিয়ে বলিউডে প্রবেশ করেছিলেন তিনি ‘জিসম টু’র হাত ধরে।


বুধবার,১২/০২/২০২০
981

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বর্তমানে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। চলতি বছরে একের পর এক হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের। কখনো লাস্যময়ী আবার কখনও রোম্যান্টিক মুডে সিনেমার পর্দায় ধরা দিয়েছেন। নীল ছবির জগতকে বিদায় জানিয়েছেন তিনি কিছুদিন আগেই। এছারা ‘জিসম টু’র হাত ধরে তিনি বলিউড জগতে প্রবেশ করেন। সবমিলিয়ে তাঁর অভিনয় এর জাদুতে মুগ্ধ অনেকেই। বেশিরভাগ সময়ে সিনেমার পর্দায় তাকে বহু সাহসী চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। সম্প্রতি দুই ছেলে আশার ও নোয়ার জন্মদিন ধুমধাম করে পালন করতে দেখা গেল সানি ও ড্যানিয়েলকে। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তাঁর মাখোমাখো সম্পর্কের কথা কারোরই অজানা নয়। স্ত্রীকে সব বিষয়েই সহযোগিতা করেন তিনি। এছারা তাদের অভিনয় বরাবর প্রশংসিত হয়েছে সিনেপ্রেমীদের কাছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট