এবার টলিউডের অভিনেত্রী বা বলা ভালো বাহুবলী ফেম অনুষ্কা শেট্টিকে নিয়ে একটি বড়ো খবর মিডিয়ায় আসছে। একটি রিপোর্ট অনুযায়ী অনুষ্কা শেট্টি দ্রুতই একজন ভারতীয় ক্রিকেটারকে বিয়ে করতে চলেছেন। বলিউডে খ্যাতির শীর্ষে রয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। দক্ষিনী ছবিতে বেশ কিছু বছর ধরে তাঁর অভিনয়ের মধ্যে দিয়ে তিনি রাজত্ব চালিয়ে গিয়েছেন।
অতপর বাহুবলী ও বাহবলী ২ করার পর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এই ছবি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুড়িয়ে দিয়েছিল। অনস্ক্রিন তাঁর আর প্রভাসের কেমিস্টি মন জয় করেছিল আপামর সিনেপ্রেমীর।
এছাড়া তারা নাকি রিয়েল লাইফেও রিলেশানে আছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু কিছুদিন আগেই এই বিষয়ে যাবতীয় জল্পনা কল্পনায় ইতি টেনেছেন প্রভাস নিজেই। কফি উইথ করন রিয়েলিটি শোতে এসে তিনি জানান, অনুষ্কার সঙ্গে কোনও সম্পর্কই নেই তাঁর।
পুরো ব্যাপারটাই গুজব।কিন্ত এবার নাকি অন্য একজনের সাথে ডেট করিছেন তিনি। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের একজন ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।
বর্তমানে অনুষ্কা ‘নিঃশব্দম’ নামে একটি ছবিতে অভিনয় করছেন।ছবিতে তাঁর বিপরীত চরিত্রে অভিনয় করছেন অভিনেতা মাধবন।
Dettol Original Germ Protection Bathing Soap Bar (400gm) | Kills 99.99% germs, 100g - Pack of 4
₹210.00 (as of সোমবার,২৩/১২/২০২৪ ১৫:২২ GMT +05:30 - More infoProduct prices and availability are accurate as of the date/time indicated and are subject to change. Any price and availability information displayed on [relevant Amazon Site(s), as applicable] at the time of purchase will apply to the purchase of this product.)Nusrat Fateh Ali Khan Shahbaaz Vinyl
Now retrieving the price.
(as of সোমবার,২৩/১২/২০২৪ ১৫:২২ GMT +05:30 - More infoProduct prices and availability are accurate as of the date/time indicated and are subject to change. Any price and availability information displayed on [relevant Amazon Site(s), as applicable] at the time of purchase will apply to the purchase of this product.)