অনুষ্কা ‘নিঃশব্দম’ নামে একটি ছবিতে অভিনয় করছেন।


বুধবার,১২/০২/২০২০
813

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বলিউডে খ্যাতির শীর্ষে রয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। দক্ষিনী ছবিতে বেশ কিছু বছর ধরে তাঁর অভিনয়ের মধ্যে দিয়ে তিনি রাজত্ব চালিয়ে গিয়েছেন। অতপর বাহুবলী ও বাহবলী ২ করার পর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এই ছবি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুড়িয়ে দিয়েছিল। অনস্ক্রিন তাঁর আর প্রভাসের কেমিস্টি মন জয় করেছিল আপামর সিনেপ্রেমীর। এছাড়া তারা নাকি রিয়েল লাইফেও রিলেশানে আছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্ত এবার নাকি অন্য একজনের সাথে ডেট করিছেন তিনি। জানা যাচ্ছে বর্তমানে  অনুষ্কা ‘নিঃশব্দম’ নামে একটি ছবিতে অভিনয় করছেন।ছবিতে তাঁর বিপরীত চরিত্রে অভিনয়  করছেন অভিনেতা মাধবন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট