ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘গোলন্দাজ’ ছবিতে দেবের লুক তুলে ধরেছে উনিশ শতকের শেষের দিকের নগেন্দ্রপ্রসাদকে অর্থাৎ ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘গোলন্দাজ’ ছায়াছবিতে এক নতুন লুকে দেখা মিলবে অভিনেতা দেবকে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর নতুন লুক। ছবিতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায়, ইশা সাহা প্রমুখ।‘গোলোন্দাজ’ ছবিটি পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। দেবের বাবার চরিত্রে অভিনয় করবেন শ্রীকান্ত আচার্য। সিনেমায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও। তাঁর চরিত্রের নাম ভার্গব। দেবের স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঈশা সাহাকে।
বাঙালির কাছে ফুটবল মানে আবেগ, নস্ট্যালজিয়া। সেই আবেগকেই এবার বড়পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।
বুধবার,১২/০২/২০২০
768
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---