।। কবিতা।। স্মৃতি ।। – জ্যোৎস্না দত্ত


মঙ্গলবার,১১/০২/২০২০
1188

।। কবিতা।।
স্মৃতি
জ্যোৎস্না দত্ত

তোমাকে আজ আবার নতুন করে কি কথা দেবো,
কথা দেওয়া-নেওয়ার ডাক যে গেছে চুকে
পিওনেরও বেজে গেছে ছুটির ঘন্টা
আজ আর নতুন করে কথা দেওয়া-নেওয়ার পালাটা থাক বন্ধ।
পুরাতন সব কথা থাক মনের গভীরে
মিশে থাক আবেগে ভালোবাসায়
মিশে থাক ছোট ছোট শব্দে
এক একটা নিঃশ্বাসে
মিশে থাক কাগজের পাতায়।
পুরাতন চিঠির গন্ধ থেকে ভেসে উঠুক কথা রাখার স্মৃতি গুলো
যে কথা রেখে চলছি তুমি-আমি দুজনে।।
আমরন চলবে কথা রাখার পালা
স্মৃতি গুলো চাই না মোবাইলের শব্দে
স্মৃতি গুলো নিঃশ্বাসের শব্দে বেজে উঠুক
চলতে থাকুক কথা রাখার পালা।
নতুন করে কি বা আবার কথা দেবো ।।

জ্যোৎস্না দত্ত

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট