তূনমুল কংগ্রেসের ডাকে কেন্দ্রেয়ী সরকারের জন বিরোধী আইন CAA, NPR, NRC এর বিরুদ্ধে প্রতিবাদ সভা


মঙ্গলবার,১১/০২/২০২০
697

10ই ফেব্রুয়ারী সোমবার খলিসানী অন্চল তূনমুল কংগ্রেসের ডাকে কেন্দ্রেয়ী সরকারের জন বিরোধী আইন CAA, NPR, NRC এর বিরুদ্ধে প্রতিবাদ সভা হয় ।সভাপতিত্ব করেন অন্চল সভাপতি শ্রী গনেশ মন্ডল ।প্রধান অতিথি ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি ।হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের খলিশানী কালীতলাতে আয়োজিত এই সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরমানন্দ মহারাজ, কৌশিক দাস,বনালী দেড়ে, নাসির আহমেদ, সিটু দাস প্রমুখ ।

প্রধান অতিথির ভাষণে বিধায়ক ইদ্রিশ আলি বলেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিদে’শে CAA, NPR, NRC লাগু হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা বলেন তা করেন, বিশ্ববাংলার রুপকার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোন বিকল্প নেই।বিজেপি হিন্দুত্বের জিগির করলেও হিন্দু সম্প্রদায়ের মানুষেরা বুঝে গেছে তাদের ভালো চাই না বিজেপি, দেশের মানুষের প্রতি কোন ভালোবাসা নেই কতিপয় মানুষের স্বার্থ ছাড়া বিজেপি আর কিছুদিন শাসনে থাকলে দেশকে রসাতলে দেবে ।

https://youtu.be/hdI5XdWb03E

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট