এ জয়ে সফরকারীদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশই করল কিউইরা।


মঙ্গলবার,১১/০২/২০২০
658

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

হ্যামিলটনের পর অকল্যান্ড- পর পর দুটো একদিনের ম্যাচ হেরে তিন ম্যাচের একদিনের সিরিজ আগেই হাতছাড়া হয়েছে কোহলি অ্যান্ড কোম্পানির।এর আগে কিউইদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বিরাট কোহলিবাহিনী। আগের সিরিজে পরাজয়ের পর একদিনের সিরিজে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়াল কিউয়িরা। শেষ ম্যাচও অনায়াসে পকেটে পুরে নিল তারা। সাথে বিদেশের মাটিতে লজ্জার হার হল কোহলি অ্যান্ড কোম্পানির।

 

ভারতের ২৯৭ রানের চ্যালেঞ্জ নিউজিল্যান্ড পেরিয়ে গেল ১৭ বল বাকি থাকতেই। হাতে পাঁচ উইকেট নিয়ে।পাশাপাশি একদিনের সিরিজে হোয়াইটওয়াশ আটকাতে পারল না বিরাট কোহলির দল। এ দিন টস জিতে কিউয়িরা ব্যাট করতে পাঠায় ভারতকে।৫০ ওভারে ভারত করেছিল সাত উইকেটে ২৯৬ রান।

 

জবাবে ব্যাট করতে নেমে ১৭ বল বাকি থাকতে কিউয়িরা পাঁচ উইকেটে ৩০০ করে ম্যাচ জিতে নেয়। ৪৭.১ ওভারে ৫ উইকেটে ম্যাচ জিতে নিল  নিউজিল্যান্ড। অর্থাৎ বিদেশের মাটিতে কোহলির নেতৃত্বাধীন একদিনের সিরিজে প্রতিপক্ষের কাছে হোয়াইট ওয়াশ হল বিরাট ব্রিগেড।৮৯টি সিরিজের পর এই প্রথম কোনও দলের কাছে হোয়াইটওয়াশ হতে হল টিম ইন্ডিয়াকে। এ জয়ে সফরকারীদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশই করল কিউইরা।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট