সিরিজের শেষ ম্যাচেও পরাজয় আটকাতে পারল না টিম ইন্ডিয়া। সিরিজের শেষ ম্যাচেও লজ্জার হার টিম ইন্ডিয়ার। একদিনের সিরিজ হাতছাড়া হয়েছিল অনেক আগেই আজ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। সিরিজের শেষ ম্যাচেও পরাজিত হল বিরাট ব্রিগেড। পাশাপাশি একদিনের সিরিজে হোয়াইটওয়াশ আটকাতে পারল না বিরাট কোহলির দল। এ দিন টস জিতে কিউয়িরা ব্যাট করতে পাঠায় ভারতকে।৫০ ওভারে ভারত করেছিল সাত উইকেটে ২৯৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৭ বল বাকি থাকতে কিউয়িরা পাঁচ উইকেটে ৩০০ করে ম্যাচ জিতে নেয়। ৪৭.১ ওভারে ৫ উইকেটে ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড। অর্থাৎ বিদেশের মাটিতে কোহলির নেতৃত্বাধীন একদিনের সিরিজে প্রতিপক্ষের কাছে হোয়াইট ওয়াশ হল বিরাট ব্রিগেড। ৩-০-এ ভারতকে হোয়াইটওয়াশ করে টি টোয়েন্টির বদলা ওয়ানডেতে নিল কিউয়িরা।
৩-০-এ ভারতকে হোয়াইটওয়াশ করে টি টোয়েন্টির বদলা ওয়ানডেতে নিল কিউয়িরা।
মঙ্গলবার,১১/০২/২০২০
597
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---