কবিতা – বাস্তবতা শুধু অনুভূতি কে কাঁদায়


মঙ্গলবার,১১/০২/২০২০
1064

বাস্তবতা শুধু অনুভূতি কে কাঁদায়
সৌরভ হালদার

সবাই হয়তো ব্যাস্ত
কোন কারনে,
আমি আজ ও থেমে আছি
তোমার জন্য।
বন্ধু তুমি ফিরে এসো
আমারো দুয়ারে।
জিম ধরা দুপুর বেলা,
বসে থাকা চেয়ারে
আমার এই নিস্বংগতা
তোমাকে ভাবায়।
বুঝি নি কখনো
সেই ছুটে চলা জীবনে
ফিরে পেতে চাই আবারো।
সত্তরের বয়সে, পুরনো স্মৃতির মেলাই
দুচোখ আজো খুঁজে চলে একসাথে পথচলা।
আমার অনুভূতে বন্ধুত্বের বিতর্কিত
হতে চাই বারবার।
শুধু আজ ও তোমাকে মিস করি
এখন আসার সময় হলো
এই কথা বলা,এই থেমে যাওয়া
হাসির মুহূর্ত থেমে থাকা জীবনে
ব্যস্ততার মুখে বুঝিনি কখনো
বাস্তবতা শুধু অনুভূতি কে কাঁদায়
মনের সৃতির ও রেখায়।

এসকেএইচ সৌরভ হালদার
বাংলাদেশ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট