আরও একবার দিল্লীর মসনদে দখলের পথে কেজরীওয়াল । বেলুন দিয়ে সাজানো হয়েছে দিল্লিতে আপের দফতর। সকালে গণনা শুরু হওয়ার আগে কর্মী-সমর্থকদের ভিড় করতে শুরু করেন।আম আদমি পার্টির আতিশি এবং রাঘব চাড্ডা দু’জনেই যথাক্রমে কালকাজি এবং রাজিন্দর নগর থেকে এগিয়ে।আপ ৫৮টি, বিজেপি ১২, কংগ্রেস–০ আসনে এগিয়ে রয়েছে।সকাল থেকেই ঝাড়ুর ঝড়। তবে, মরিয়া লড়াই দিচ্ছে গেরুয়া শিবিরও। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে নিরঙ্কুশ আসনে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি। প্রথম দফার ফল প্রকাশ হয়েছে আপাতত। সেই ফলাফল বলছে, চওড়া হাসি হাসতে চলেছেন কেজরিওয়াল।
(Refurbished) Dell Latitude 5490 Business 7th Gen Laptop PC (Intel Core i5-7300U, 8GB Ram, 256GB SSD, Camera, WiFi, Bluetooth) Win 10 Pro
Now retrieving the price.
(as of বৃহস্পতিবার,১৩/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)