বিধানসভায় ২০২০-২০২১ অর্থবর্ষের জন্য বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র


মঙ্গলবার,১১/০২/২০২০
619

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

এদিন তাঁর ভাষণে অর্থমন্ত্রী দাবি করেন, দেশ নানা অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হলেও পশ্চিমবঙ্গ আর্থিক বৃদ্ধি ও অন্যান্য বিষয়গুলির নিরিখে অগ্রসর হচ্ছে।এদিন বাজেটে একগুচ্ছ নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী।ক্ষুদ্র-ছোট-মাঝারি বঙ্গশ্রী নামে নতুন উত্সাহ প্রকল্পের প্রস্তাব।নতুন ক্ষুদ্র শিল্প স্থাপন, কর্মসংসস্থানে সুযোগ তৈরি হবে। এরজন্য ১০০ কোটি টাকা বরাদ্দ হবে।

 

আগামী দু’বছরে রাজ্যে আরও তিনটি বিশ্ববিদ্যালয় তৈরি হবে। আগামী অর্থবর্ষে এজন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।আদিবাসীদের জন্য যেমন ‘জয় জোহর’ পেনশন প্রকল্প চালু করার কথা বলা হয়েছে, তেমনই গৃহহীন চা শ্রমিকদের জন্য ‘চা-সুন্দরী’ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে।

 

অমিত মিত্র ঘোষণা করেন, ‘কর্মসাথী’ প্রকল্পে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে সমবায় ব্যাঙ্কের মাধ্যমে ঋণদানের ব্যবস্থা করা হবে। দু-লক্ষ টাকা পর্যন্ত ঋণে ভর্তুকি দেবে সরকার। প্রবীণ তফশিলিদের সামাজিক সুরক্ষায় বিশেষ প্রকল্প। তাঁদের মাসে ১০০০ টাকা বার্ধক্য ভাতা। মোট ২১ লক্ষ মানুষ এর সুবিধা পাবেন। প্রকল্পের নাম বন্ধু। বরাদ্দ আড়াই হাজার কোটি টাকা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট