এবার সব মিলিয়ে বইবিক্রির পরিমাণ ২৩ কোটি টাকার কাছাকাছি। গতবার প্রায় ২১ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। শতাংশের হিসেবে ১০ শতাংশ বেশি। এবার মেলায় লোক হয়েছে প্রায় ২৫ লাখ। গতবারের থেকে এক লাখ বেশি।আগামী বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই ঘোষণা করেন বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী এম কে খালিদ। publisher’s এন্ড বুকসেলার্স গিল্ডের তরফ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি। চিরাচরিত নিয়ম অনুযায়ী ঘন্টা বাজিয়ে রবিবার রাত নটায় বই মেলার সমাপ্তি ঘটে। আগামী বইমেলার থিম কান্ট্রি ‘বাংলাদেশ’। বাংলাদেশের মন্ত্রী কে এম খালিদ ঘোষণা করলেন সমাপ্তি মঞ্চ থেকে।
আগামী বইমেলার থিম কান্ট্রি ‘বাংলাদেশ’।
সোমবার,১০/০২/২০২০
549
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---