আজ সোমবার বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র।সামাজিক সুরক্ষায় নতুন প্রকল্পের ঘোষণা। নিখরচায় এই প্রকল্পের সুবিধা পাবেন উপভোক্তারা । এই প্রকল্পের সুবিধা পাবেন প্রায় দেড় কোটি পরিবার। এরজন্য ৫০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয়-বরাদ্দ হয়েছে।প্রবীণ তপশিলি মানুষদের জন্য নতুন প্রকল্প আনা হচ্ছে।
এই বাজেটে এক দিকে যেমন আদিবাসীদের পেনশন-সহ একগুচ্ছ প্রকল্প রাখা হয়েছে। অন্য দিকে, চা শ্রমিক, অসংগঠিত শ্রমিক এবং কৃষকদের ক্ষেত্রেও বেশ কিছু ঘোষণা করেন। চা-বাগানের গৃহহীন শ্রমিকদের জন্য চা-সুন্দরী নামে গৃহনির্মাণ প্রকল্পে ৫০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। সোমবারের বাজেটে বেশ কিছু জনমুখী প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী। পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও বিশেষভাবে নজর দেন তিনি।