সোমবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র।


সোমবার,১০/০২/২০২০
845

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আজ সোমবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। শিক্ষা ক্ষেত্রেও বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘোষণা করা হয়েছে। রাজ্যে ৪২টি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথা বলা হয়েছে বাজেটে। প্রতিমাসে ১ হাজার টাকা বার্ধক্য ভাতা দেওয়া হবে। এরজন্য ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ হয়েছে।নতুন ক্ষুদ্র শিল্প স্থাপন, কর্মসংসস্থানে সুযোগ তৈরি হবে। এরজন্য ১০০ কোটি টাকা বরাদ্দ হবে।দরিদ্র মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে।এদিন বাজেটে একগুচ্ছ নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। পাশাপাশি বিশেষভাবে গুরুত্ব দেন  শিক্ষাক্ষেত্রে, কর্মসংস্থানে এবং গরীব মানুষের সার্বিক উন্নয়নের দিকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট