শীতের হাওয়ার লাগল নাচন আম্‌লকির এই ডালে ডালে।


সোমবার,১০/০২/২০২০
548

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আবার শহরে এল শীত। এক ধাক্কায় পারদ নামল বেশ অনেকটাই। শহর জুড়ে শীতের আমেজ। পারদ নামল বেশ অনেকটাই। সকাল থেকেই শীতের অনুভুতি মিলতে শুরু করেছে শহরবাসীর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার মেঘ থাকলেও বৃষ্টি হবে না। সোমবার থেকে ফের নামবে পারদ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা  নামতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। দিন-রাত দুই ক্ষেত্রেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম হওয়ায় সারা দিন জুড়েই শীত মালুম হবে শহরবাসীর এবং আগামী কয়েকদিনও এরকমই ঠান্ডা থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।শীতের সাথে সাথে বাড়ল কিছুটা উত্তরে হাওয়ার দাপট। শুধু কলকাতাই নয়, ঠান্ডায় কাঁপছে দার্জিলিং-সহ গোটা পাহাড়ও। আজ থেকে আবার পারদ কিছুটা নামতে পারে এমন পুর্বাভাস মিলেছে আবহাওয়া দপ্তর সুত্রে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট