কলকাতাঃ কয়েকদিন ধরে শহরে শীতের দেখা নেই, বেলা বাড়তেই গরমে হাঁসফাঁস করছিল জনজীবন। কিন্ত ফের একবার শহরে শীতের আগমন। সকাল থেকেই হালকা শীতের অনুভূতি টের পেল শহরবাসী। নামল পারদ। শীতের সাথে সাথে বাড়ল কিছুটা উত্তরে হাওয়ার দাপট। শুধু কলকাতাই নয়, ঠান্ডায় কাঁপছে দার্জিলিং-সহ গোটা পাহাড়ও। সোমবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৩.৫ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙের ৬.৫ এবং শিলিগুড়ির ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আবার শীতের কাঁপন শহরতলি জুড়ে। আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে সপ্তাহান্তে কিছুটা থমকে ছিল শীত। কিন্ত আবার স্বমহিমায় শহরে ফিরে এল শীত।
শহরে ফের ফিরল শীত
সোমবার,১০/০২/২০২০
534
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---