করোনাভাইরাসের আতঙ্কে এ বার থমথম করছে চিনের রাজধানী বেজিং, বা প্রধান বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ের মতো শহরগুলি। সুত্রের খবর শুধু হুবেই প্রদেশেই শনিবার আরও ৮১ জনের মৃত্যুর ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮০। চিনের মূল ভূখণ্ডে প্রাণ হারিয়েছেন ৮১৩ জন।তবে করোনায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত এই ভাইরাসে। চীনে অতি ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনা ভাইরাস। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে।ভাইরাস মোকাবিলায় নাগরিকদের স্বচ্ছতার সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছে চিন প্রশাসন। সেখানে বলা হয়েছে, কোনওপ্রকার জনসমাগমের আয়োজন না করতে বা ভিড় এড়িয়ে যেতে।
করোনায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আতঙ্কিত গোটা বিশ্ব।
সোমবার,১০/০২/২০২০
1177
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---