আরও একবার ২২ গজে ব্যাট হাতে দেখা গেল ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকরকে। অস্ট্রেলিয়ায় দাবানল মোকাবিলায় ত্রাণ তহবিলের জন্য অর্থ জোগাড় করার লক্ষ্যে আয়োজিত ম্যাচে এক ওভার ব্যাট করলেন সচিন। এদিন এই প্রীতি ম্যাচের পাশাপাশি মহিলা টি-২০ ত্রিদেশীয় সিরিজের গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচের দুই ইনিংসের মাঝে অজি মহিলা তারকা ক্রিকেটার এলিসে পেরির বিরুদ্ধে এক ওভার ব্যাট করলেন মাস্টার ব্লাস্টার। ‘ক্রিকেটের ভগবান’-কে ব্যাট হাতে আর একবার দেখতে পাওয়া যেন স্বপ্নসত্যির মতোই ব্যাপার।
‘ক্রিকেটের ভগবান’-কে ব্যাট হাতে আর একবার দেখতে পাওয়া যেন স্বপ্নসত্যির মতোই ব্যাপার।
সোমবার,১০/০২/২০২০
774
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---