এবার জল্পনা Dhoom 4-এ কোন খিলাড়ি ভিলেন ?


রবিবার,০৯/০২/২০২০
856

জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খানের পর এবার কে থাকবে Dhoom 4-এ। আর এই ছবিতে এবার ভিলেনের চরিত্রে কে অভিনয় করবেন। তা নিয়ে নেটপাড়ায় জল্পনা বেড়েই চলেছে। Dhoom 4-এর সিক্যুয়েলের কথা উঠে আসার পর থেকেই রণবীর সিং, রনবীর কাপুর, শাহরুখ খান এমন কি সলমন খানের নাম উঠে এসেছিল। এবার যশ রাজ ফিল্মে Dhoom 4-এ ভিলেনের পাঠ করতে পরেন অক্ষয় কুমার। ট্যুইটেও এই খবর নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে। তবে টুইটে ঘোষণাই করা হয়েছে যে সব জল্পনার অবসান হবে আর এবার Dhoom 4-এ অক্ষয় কুমারই থাকছেন। কিন্তু শুধু অফিসিয়াল ঘোষণার অপেক্ষা। তবে এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল ঘোষণা আসেনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট