এবার তিনি ফিরছেন সঞ্চালকের ভূমিকায়।


শনিবার,০৮/০২/২০২০
655

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বর্তমানে এই জনপ্রিয় অভিনেত্রী তাঁর নতুন ছায়াছবির শুটিং এর কাজে ব্যাস্ত রয়েছেন। এরপর তাকে জনপ্রিয় এই গেম শোতে সঞ্চালকের  ভূমিকায় দেখা যাবে।প্রিয়াঙ্কারও অভিনয় শুরু টেলিভিশন থেকেই। খেলা, নানা রঙের দিনগুলিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। এবার তিনি ফিরছেন সঞ্চালকের ভূমিকায়। সান বাংলা সুপার ফ্যামিলি- এই নন ফিকশন শোয়ের সঞ্চালক হিসেবেই দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

বাংলা চলচ্চিত্র জগতের বহু জনপ্রিয় অভিনেত্রীদের সিনেমা জগতের পুর্বে যাত্রাপথ শুরু হয়েছিল টেলিপর্দার মধ্যে দিয়ে। এছারা টলিউড জগতের এক সময় অনেক নতুন মুখের আবির্ভাব হয়েছিল টেলিপর্দার মাধ্যমে। আবার অনেকে টেলিপর্দায় তাদের অভিনয় জীবন শুরুর পর বড় পর্দায় সুযোগ পেয়েছেন। এছারা টেলিপর্দায় তাদের অসাধারন অভিনয় বরাবর মুগ্ধ করেছে বাংলার দর্শকদের। সুত্রের খবর আবার টেলিপর্দায় ফিরতে চলেছেন বর্তমানে টলিউডের অন্যতম বিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এবার এক জনপ্রিয় গেম শো সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে তাকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট