৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর–আলিয়া অভিনীত, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’।


শনিবার,০৮/০২/২০২০
667

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বলিউডের অন্যতম হিট জুটির অভিনয় সর্বদাই নজর কেড়েছে সিনে প্রেমীদের। তাঁর পাশাপাশি তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি বহুবার প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। এছারা তাদের সম্পর্কের বিষয় নিয়ে বলিউডে গুঞ্জন শুরু হয়েছে বহুদিন ধরে। সুত্রের খবর সবকিছু ঠিকাঠাক থাকলে  এই বছর  ডিসেম্বরেই চারহাত এক হতে চলেছে বলিউডের এই বিখ্যাত এই জুটির ।

 

অয়ন মুখোপাধ্যায়ের রূপকথা ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে ৪ ডিসেম্বর। এই প্রথম দু’জন যেমন জুটি হয়ে আসছেন বড় পর্দায়, তেমনই বাস্তব জীবনের গাঁটছড়াও বাঁধতে চলেছেন তাঁরা আগামী শীতে। অর্থাৎ এবার তাদের চার হাত একহাত চলেছে। এমনটাই জানা যাচ্ছে। সম্প্রতি, অয়ন মুখোপাধ্যায়ের ফ্যান্টাসি ড্রামা ব্রহ্মাস্ত্র সিনেমায় দুজনে একসঙ্গে অভিনয় করছেন। আর এটাই তাঁদের প্রথম সিনেমা, যেখানে আলিয়া ও রণবীর একে অপরের বিপরীতে অভিনয় করছেন। সিনেমাটি মুক্তি পাবে ২০২০ সালের ডিসেম্বরে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট