কবে বিয়ে করছেন রনবীর কাপুর এবং আলিয়া ভাট!


শনিবার,০৮/০২/২০২০
581

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

দীর্ঘদিন ধরে বলিউডে তাদের সম্পর্কের বিষয় নিয়ে জোরচর্চা চলছে। এবার তাদের চারহাত এক হতে চলেছে এমনটাই জানা যাচ্ছে। রনবীর কাপুর এবং আলিয়া ভাট!‌ সুত্রের খবর সবকিছু ঠিকাঠাক থাকলে  এই বছর  ডিসেম্বরেই চারহাত এক হতে চলেছে বলিউডের এই বিখ্যাত এই জুটির ।অয়ন মুখোপাধ্যায়ের রূপকথা ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে ৪ ডিসেম্বর। এই প্রথম দু’জন যেমন জুটি হয়ে আসছেন বড় পর্দায়, তেমনই বাস্তব জীবনের গাঁটছড়াও বাঁধতে চলেছেন তাঁরা আগামী শীতে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট