বিধানসভায় সরকারের ভাষণই পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকার।


শনিবার,০৮/০২/২০২০
563

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ অবশেষে সংঘাত এড়িয়ে বিধানসভায় সরকারের ভাষণই পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকার।এদিন অধিবেশন কক্ষে সরকারের লিখে দেওয়া ভাষণই হুবহু পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকার।ধনকারের এদিনের ভূমিকায় স্বস্তির পাশাপাশি খুশির আমেজ লক্ষ্য করা গিয়েছে শাসক শিবিরে। তার ছবি কেবল সদনের ভিতরেই নয়, বাইরেও ধরা পড়েছে।অবশেষে সব কিছু নির্বিবাদে মিটল। সরকারের তৈরি করে দেওয়া ভাষণ আগাগোড়া পাঠ করে বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অন্যদিকে সুত্রের খবর  রাজ্যপালের ভাষণ এবং বাজেট পেশের সময়ে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে সরাসরি সম্প্রচারের সুযোগ থাকে। এ বার রাজ্যপালের ভাষণের সময়ে অধিবেশনে প্রবেশ নিষিদ্ধ থাকল ক্যামেরার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট