ঝাড়গ্রামে বেআইনি কয়েক এক পোস্ত চাষ, দাঁড়িয়ে থেকে গাছ পোড়ালেন ঝাড়গ্রামের ডিএম  


শনিবার,০৮/০২/২০২০
952

ঝাড়গ্রাম :- গোপন সূত্রে খবর পেয়ে কয়েক একর পোস্ত চাষের জমিতে হানা দিললেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশারানি এ। পোস্ত গাছ ভেঙে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয় জেলাশাসকের নেতৃত্বে । জেলা শাসক ও জেলার আবগারি দফতরের উদ্যোগে চলে এই অভিযান।

https://youtu.be/qBtj5aLlUXU

ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের কংসাবতী নদীর তীরে সাতপাটি ও আমঝুঁকি গ্রামে কয়েক একর জমিতে বেআইনি পোস্ত চাষ হচ্ছিল । গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়গ্রামের জেলাশাসক সেখানে হানা দেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বেআইনি ভাবে চাষ হওয়া পোস্তর বাজার মূল্য আনুমানিক ৩০-৩৪ কোটি টাকা।

https://youtu.be/V96OugMthfI

এদিন দুপুরে জেলাশাসক আয়েশা রানি এ বিশাল পুলিশবাহিনী নিয়ে এলাকায় পৌঁছন। সঙ্গে ছিলেন আবগারি দফতরের আধিকারিক এবং ভূমিরাজস্ব দফতরের আধিকারিকরা । তারপর একে একে পুরো এলাকার বেআইনি পোস্ত গাছ নিজে দাঁড়িয়ে থেকে নষ্ট করেন জেলাশাসক। এবং আবগারি দফতরের আধিকারিকদের নির্দেশ দেন গাছগুলি পুড়িয়ে দেয়ার জন্য।

https://youtu.be/A3HPddb3iTg

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট