সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক বই মেলার ৩১৯ নাম্বার স্টল সপ্তর্ষি প্রকাশন এ লেখক পার্থ প্রতিম বিশ্বাসের লেখা “”পাঁচফোড়ন”” বই এর উন্মোচন করা হয়।লেখক পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। এই বইয়ের মধ্যে শিক্ষা, শাসন,নগরায়ন, বিপর্যয় ও হিন্দুত্ব বিষয় গুলোকে তুলে ধরা হয়েছে।আজ এই বইটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বোস, সুজন চক্রবর্তী, বাদশা মৈত্র ।বিমান বোসের হাত দিয়ে বইটির উদ্বোধন করা হয়
লেখকের দাবি……..এই বইটা একটি প্রবন্ধের সংকলন।এখানে যে ধরণের প্রবন্ধ সংকলিত হয়েছে সেগুলো পাঁচটি ভিন্ন মাত্রিক বিষয়ের ওপর।যেমন শিক্ষার বিষয়, নগরায়নের বিষয় ,বিপর্যয়, গভর্নেন্স ও হিন্দুত্বের মতো কিছু প্রাসঙ্গিক বিষয়।যেহেতু পেশায় ইঞ্জিনিয়ার সেই কারণে এখানেএমন বহু প্রবন্ধ আছে যেখানে ইঞ্জিনিয়ার এর গবেষণার সুযোগ থাকছে।আবার অনেক প্রবন্ধ রয়েছে যেখানে উচ্চ শিক্ষার সংকট এবং আমাদের দেশে এই মুহূর্তে উচ্চ শিক্ষায় গৈরিকি করণের যে সংকট সেটা নিয়েও লেখা আছে।সেই কারণে পাঠকের কাছে গ্রহণ যোগ্য হবে।
https://youtu.be/hw_43wNONvk