এনআরসি চাই না, চাকরি চাই


শুক্রবার,০৭/০২/২০২০
756

আজ সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে যুবশ্রীদের দাবিপত্র পেশ করতে যাওয়া হলেও মুখ্যমন্ত্রী দেখা করেননি বলে অভিযোগ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির সদস্যদের।এর আগে ছয় মাস অনেক বার তাঁর সাথে দেখা করার চেষ্টা করা হয়েছে, তিনি যুবশ্রী দের দাবি শোনার চেষ্টা করেন নি বলেও অভিযোগ তোলা হয়েছে। তাই বাধ্য হয়ে শুক্রবার বিধানসভা অভিযান কর্মসূচী নেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে । সংগঠনের দাবি, আমরা চাই মুখ্যমন্ত্রী অবিলম্বে যুবশ্রী দের কথা বিবেচনা করুন ।পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রাথী সমিতির পক্ষ থেকে বিধানসভা অধিবেশনের প্রথম দিনে বিধানসভার উত্তর ফটকে যুবশ্রী দের চাকরির দাবিতে বিক্ষোভ দেখানো হয়। যুবশ্রীরা এন আর সি চায় না চাকরি চাই এই দাবিতে হাজার হাজার যুবশ্রী সামিল হয়। পুলিশ যুবশ্রী দের নির্বিচারে গ্রেফতার করে বলে অভিযোগ ।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ন্যায়সঙ্গত যুবশ্রী দের আন্দোলনে পুলিশি নির্যাতনকে আমরা ধিক্কার জানাই, আমরা দাবি করছি অবিলম্বে সমস্ত শূন্যপদে যুবশ্রী থেকে নিয়োগ করতে হবে, যতক্ষণ না চাকরি দিতে পারবে ততক্ষণ ভাতা প্রদান করতে হবে । সংগঠনের উপদেষ্টা সুচেতা কুন্ডু, রাজ্য যুগ্ম সম্পাদক নিতাই বসাক, চন্দ্রকান্ত কুইল্যা, সহ সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য, অফিস সম্পাদক প্রনয় সাহা সহ চৌত্রিশ জনকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে । অবিলম্বে সকলের মুক্তির দাবি করছি ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট