পশ্চিম মেদিনীপুর :- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে আজ মেদিনীপুরের LIC মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে মানব বন্ধন কর্মসূচি পালন করল মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস। এদিন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতি অজিত মাইতি, শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব সহ সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা হাতে হাত ধরে প্রায় একঘন্টা মানব বন্ধনের মাধ্যমে CAA ও NRC এর প্রতিবাদে সোচ্চার হন। এনআরসি ও সিএএ এর বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলার একপ্রান্ত থেকে আরেক প্রান্ত টানা ৩২০ কিলোমিটার জাতীয় সড়ক ও ৩৫০ কিলোমিটার গ্রামীন সড়ক জুড়ে হাতে হাত ধরে মানব বন্ধন কর্মসূচি পালন করলেন তৃণমূল নেতা , কর্মী , সমর্থকরা । সামিল হয়েছিলেন সাধারণ মানুষ। জেলা স্তরে মূল কর্মসূচি হয় মেদিনীপুর শহরে।
এখানে মানব বন্ধন কর্মসূচি তে ছিলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি । জেলার ২১ টি ব্লক , ২৯০ টি গ্রাম পঞ্চায়েত , ৭ পুরসভা এলাকায় এই কর্মসূচি সংযুক্ত হয়। প্রতিটি ব্লকে হাজির ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি ও বিধায়করা। অপরদিকে আজকে জননেত্রীর নির্দেশ এ NRC, ও CAA এবং বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ও বিধায়ক শ্রীকান্ত মাহাতো ও ব্লক সভাপতি নেপাল সিং এর নেতৃত্বে ভাদুতলা থেকে মণ্ডলকুপি ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচী তে। পিংলা বিধানসভা এলাকায় মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক প্রদ্যুৎ ঘোষ , তৃষিত মাইতি র নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।