‘JOJO RABBIT’ ছবি করোনায় ভাইরাসের করণে প্রকাশের দিন পিছিয়ে গেল। চীন সরকারের প্রাপ্ত তথ্য অনুসারে জানাগিয়েছে যে করোনার ভাইরাসের কারণে সোমবার পর্যন্ত দেশে আরও 64 জন মারা গেছে। এই কারনে হলিউড ছবি জোজো রাবিটের প্রিমিয়ারটিও প্রকাশ আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। আর ‘JOJO RABBIT’ হল একটি আমেরিকান কমেডি-নাটক চলচ্চিত্র। যা 2019 সালে মুক্তি পেয়েছিল। আর অস্কার পুরষ্কার প্রাপ্ত ‘JOJO RABBIT’-এর 12 ফেব্রুয়ারির মুক্তির তারিখটি এই মুহুর্তে স্থগিত করা হয়েছে। এর সাথে চিনে স্থগিত করা হয়েছে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে অনুষ্ঠিত সমস্ত লাইভ মিউজিক শো।
‘JOJO RABBIT’ ছবি করোনায় ভাইরাসের করণে প্রকাশের দিন পিছিয়ে গেল
মঙ্গলবার,০৪/০২/২০২০
921