সোমবার রাজ্য মন্ত্রিসভায় পরিবহণ, নগরোন্নয়ন এবং কৃষি দপ্তরে এক হাজারের বেশি পদে নিয়োগের সিদ্ধান্ত হল। সেই তালিকায় পুরসভার গ্রুপ-ডি কর্মী, ইঞ্জিনিয়ার, ক্লার্ক থেকে শুরু করে পরিবহণ দপ্তরের গাড়ির চালক, কন্ডাক্টর পদ রয়েছে। খুব শীঘ্রই ওই সব পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, সব চেয়ে বেশি নিয়োগ হবে পরিবহণ দফতরে। সেখানে অন্তত ৫০০ চালক এবং অন্তত ৪০০ জন কনডাক্টর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কোনও নিয়োগ সংস্থার মাধ্যমে সকলকেই নেওয়া হবে চুক্তির ভিত্তিতে।এছাড়াও পুর-নগরোন্নয়ন দপ্তরের অধীনে ২০০’র বেশি লোক নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে, ১৬১ জন।
বিভিন্ন দফতর ও পুরসভায় এক হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত
মঙ্গলবার,০৪/০২/২০২০
1212
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---