কেরলের কাসারগড়ে তৃতীয় করোনাভাইরাস আক্রান্তের হদিস পাওয়া গেল।


মঙ্গলবার,০৪/০২/২০২০
590

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

অন্যান্য দেশের পাশাপাশি ধীরে ধীরে ভারতেও থাবা বসাচ্ছে করোনা। সোমবার কেরলে ফের এই মারণ ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে। এই নিয়ে দক্ষিণ ভারতের এই রাজ্যে মোট তিনজনের শরীরে সংক্রমণ ছড়াল। জানা গিয়েছে যে তিনজনই চীনের এই মহামারীর কেন্দ্র হুবেই প্রদেশের উহান থেকে ফিরেছেন। পাশাপাশি আবার নতুন করে এই ভাইরাসে আতঙ্কের খবর পাওয়া গেল কেরলে। সুত্রের খবর কেরলের কাসারগড়ে একজন তৃতীয় ব্যাক্তি  করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এর আগে কেরলের ত্রিশূর এবং আলাপুঝা জেলায় উহান থেকে ফেরা দুই ছাত্রের দেহেও করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল। আতঙ্ক বাড়িয়ে সোমবার কেরলের কাসারগড়ে তৃতীয় করোনাভাইরাস আক্রান্তের হদিস পাওয়া গেল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট