TikTok এবার নিয়ে এলো অনলাইন কুইজ। চিনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম TikTok এবার অনলাইন সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (DSCI) -এর সাথে হাত মিলিয়ে নতুন তথ্যমূলক কুইজ নিয়ে হাজির হয়েছে । 28 জানুয়ারি অর্থাৎ থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কুইজ। অনলাইনে সুরক্ষা ও গোপনীয়তার ব্যাপারে সচেতনা করবে এই কুইজ। এই কুইজে প্রশ্নের উত্তর দেওয়ার সময় অনলাইন সুরক্ষা সম্পর্কে গ্রাহকরা অবগত হবেন। সম্প্রতি এক সমীক্ষা থেকে জানা গিয়েছিল একজন ভারতবাসী প্রতিদিন গড়ে 2.4 ঘণ্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন।
TikTok এবার নিয়ে এলো অনলাইন কুইজ
সোমবার,০৩/০২/২০২০
2670