আজ বেলা দুটো নাগাদ ধর্মতলা এলআইসি বিল্ডিং এর সামনে যুব কংগ্রেস ছাত্র পরিষদ এর কর্মীরা মিছিল করে এসে কেন্দ্রীয় সরকারের এলআইসি বেসরকারিকরণের প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ করে ও প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে জ্বলন্ত কুশপুতুলে পুলিশের জল ঢালা কে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ ধরে ছাত্র পরিষদ কর্মীদের সাথে পুলিশের উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়ে যায়, উভয় পক্ষই মধ্যস্থতায় তা বেশ কিছুক্ষণের মধ্যে মিটে যায় সৌরভ প্রসাদ ও সুমন পাল এর নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ হয় ।
https://youtu.be/yd7zQhsKdGs