নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে পার্ক সার্কাস ময়দানে মহিলাদের অবস্থান সত্যাগ্রহ’ চলছে। যত দিন এগোচ্ছে আন্দোলনের তীব্রতা ততই বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে আন্দোলনকারীদের সংখ্যাও। এই আন্দোলন চলাকালীন প্রথম শহীদ হলেন এক মহিলা।মৃতার নাম সামিদা খাতুন।পার্ক সার্কস ময়দানে ওই মহিলার মৃত্যুর প্রতিবাদে আজ কালো ব্যাচ,মোমবাতি নিয়ে নীরাবতা পালন করা হবে বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।তিন দিন পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মৃত্যুদেহ পিস হ্যাভেনে রাখা থাকবে। মহিলার ছেলে ইরান থাকেন। সে কলকাতায় ফেরার পর মৃতার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
https://youtu.be/UgLGezNSJhA