নাগরিক আইনের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের ডাক তৃণমূল মহিলা কংগ্রেসের


রবিবার,০২/০২/২০২০
554

নাগরিক আইন ও এনআরসির প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের ডাক দিলো তৃণমূল মহিলা কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে ধারাবাহিকভাবে নানান কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস। এনআরসির প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আন্দোলন ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানিয়ে কোলকাতা, শিলিগুড়ি, পুরুলিয়া সহ রাজ্যের একাধিক জায়গায় মহামিছিলে পা মিলিয়েছেন তৃণমূল সুপ্রিমো। দলের সবকটি শাখা সংগঠনকেও সক্রিয় হয়ে পথে নামার নির্দেশ দিয়েছেন তিনি। দলনেত্রীর সেই নির্দেশ পেয়ে ছাত্র, যুব, মহিলা, শ্রমিক সংগঠন ইতিমধ্যেই নানা কর্মসূচি গ্রহণ করেছে। শুক্রবার তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়।

তৃণমূল ভবনে আয়োজিত এদিনের সাংবাদিক সম্মেলনে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা মালা রায়, স্মিতা বক্সী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঋণের সাংবাদিক সম্মেলন থেকে মহিলা তৃণমূলের মহা মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ৬ ফেব্রুয়ারি বিড়লা তারিমা মন্ডল থেকে একটি মহামিছিল সংঘটিত করা হবে বলে ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। এ ছাড়াও একাধিক কর্মসূচির কথা জানিয়ে দেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট