লেখক ও কবি সৌরভ হালদারের জীবনী


শুক্রবার,৩১/০১/২০২০
1302

নিজস্ব সংবাদদাতা : সৌরভ হালদার বাংলাদেশর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ৬ ফেব্রুয়ারি ২০০২ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন লেখক ও কবি। তিনি অল্প বয়স থেকে লেখালেখি শুরু করেন।তার প্রথম লেখা কবিতা হে নবীন দল ২০১৮ সালে সফল ভাবে জেলা পত্রিকা নিউজ খুলনা এ প্রকাশিত হয়েছিল।এরপর তার সাহিত্য কর্ম বিভিন্ন জেলা ও উপজেলা পত্র পত্রিকা প্রকাশ হতে শুরু করে। তার লেখা শুধু বাংলাদেশের নিউজের মাধ্যমে প্রকাশ এর মধ্যে সীমাবদ্ধ নয় বরং ভারতে কলকাতায় জনপ্রিয় বড় নিউজ পোর্টাল বাংলা এস্কপ্রেস নিউজে প্রকাশ হয় তার লেখা এছাড়াও কলকাতা বিভিন্ন নিউজ এ প্রকাশিত হয়। এখন বর্তমান এ তার লেখা মুক্তির পথে যোদ্ধা নামে একটি বই একক ভাবে প্রকাশ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাছাড়া তার লেখা গল্প ধারাবাহিক ভাবে বাংলা এস্কপ্রেস প্রকাশিত এখন বর্তমান এ শিশির বিন্দু গ্ৰন্তে রুপ নিয়েছে ।

তিনি শুধু বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু মুহূর্ত সাহিত্যের মাধ্যমে গল্প কবিতা উপন্যাস হিসেবে প্রকাশ করেন। তিনি একজন বাস্তব কাহিনী অবলম্বনে রচিত করেন।সাধারণত কোনও অনুরাগ এবং কল্পকাহিনী সম্পর্কে লেখেন না। শৈশব থেকেই তাঁর লেখার শখ ছিল ।জীবনের প্রতিটি মুহুর্ত একাকীত্ব ভাবে কাটেন। তাঁর জীবনের কষ্টের মুহুর্তের কারণে তিনি কবিতা রচনা করেছিলেন। তিনি কেবল কবিতা লেখার মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি লেখকও গল্প লেখার প্রতিভাও রাখেন।তিনি মাধ্যমিক পড়াশোনা শুরু করেছিলেন। তারপরে ধীরে ধীরে এবং গল্প-উপন্যাসগুলিতে কবিতা রচনা শুরু করেছিলেন।তিনি বেশিরভাগ সামাজিক ও বাস্তব কাহিনী, শিক্ষা মূলক কবিতা ও গল্প লিখতে পছন্দ করেন।

বাংলা এক্সপ্রেসের সম্পাদক এর সাথে কবি সৌরভ হালদার

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট