বুধবার এর ম্যাচে এক অনবদ্য জয় পেল কোহলি ব্রিগেড ।আর সেই সুবাদে এই সিরিজ নিজেদের দখলে নিয়ে নিল কোহলি ব্রিগেড। সবমিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টানটান উত্তেজনা পুর্ন ম্যাচে কিউয়িদের পরাজিত করল ভারতীয় দল। বুধবারের ম্যাচের অন্যতম দুই নায়ক হলেন মহম্মদ সামি ও রোহিত শর্মা। এদিন প্রথমে ব্যাট করে কিউয়িদের সামনে ভারত ছুঁড়ে দিয়েছিল ১৭৯ রানের টার্গেট। জবাবে নিউজিল্যান্ডও আটকে যায় ১৭৯ রানে। ম্যাচের মোড় ঘুরিয়েছিলেন মহম্মদ সামিই।
তার জোরাল বোলিং এর জেরে সুপার ওভারে যায় সিরিজের তৃতীয় ম্যাচ আর সেখানেই ব্যাট হাতে আরও একবার জয়ের চিত্রনাট্য রচনা করে দেন হিটম্যান রোহিত শর্মা। শেষ দুই বলে ছয় মেরে নাটকীয় ভাবে ভারতকে জেতালেন রোহিত শর্মা। একই সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ করে ফেলল ভারত। বুধবার ম্যাচের জয়ের পটভূমি তৈরি করে দিয়েছিলেন ভারতীয় পেসার মহম্মদ সামি। আর এরপর সুপার ওভারে অনবদ্য জয় ছিনিয়ে আনলেন ভারতের রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে সুপার ওভারে বাজিমাত কোহলি ব্রিগেডের। ‘হিটম্যান’ রোহিত শর্মা হয়ে উঠলেন হ্যামিলটনের নায়ক।