আলভিবা ক্যালেন্ডার 20-20


বুধবার,২৯/০১/২০২০
1014

প্রত্যেক মহিলার মধ্যেই রয়েছে ট্যালেন্ট। সেখানে চেহারা বা বয়স কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না। গ্ল্যামার দুনিয়ায় পা রাখতে চান এই ধরনের মহিলাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এল আলভিবা।

প্রত্যেকটা মহিলার মধ্যেই ট্যালেন্ট আছে। বয়স হয়ে গেছে বলেই যে ঘরে বসে থাকব সেই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে মহিলাদের। এইসব মহিলাদের কনফিডেন্স যোগাতে এগিয়ে এলো আলভিবা। কলকাতা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল আলবিভা ক্যালেন্ডার টোয়েন্টি টোয়েন্টি। আলভিবা ক্যালেন্ডার 20-20 আসলে প্লাস সাইজ ওমান অর্থাৎ যেসব মহিলা গ্ল্যামার দুনিয়ায় সুযোগ পাচ্ছেন না তাঁদের সুযোগ করে দেওয়ার জন্যই প্রয়াস। জানালেন এই উদ্যোগের অন্যতম দুই কান্ডারী সঙ্গীতা সিনহা এবং অর্পিতা সেনগুপ্ত।

https://youtu.be/ge8fpMEPtr0

এদিনের অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যালেন্ডারের ফটোগ্রাফার রানা বোস, সমাজসেবী সাবির আহমেদ, সুবীর ঘোষ, মুনমুন ঘোষ, সমাজসেবী ফারুক মালিক, অশোক গুপ্তা প্রমুখ। খুব শীঘ্রই আলভিবা এবং হ্যালো কলকাতা যৌথভাবে একটি শর্টফিল্ম তৈরি করতে চলেছে। যে শর্ট ফিল্মে বিশেষভাবে সুযোগ দেওয়া হবে ‘প্লাস সাইজ ‘ওম্যানদের। জানালেন আশিস বসাক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট